স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মত কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আজ সোমবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন। দুপুর ১টা পর্যন্ত চলবে কর্মসূচি। এর ফলে পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।
কর্মবিরতিতে শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়ে সকল বৈষম্য দূরীকরণ ও পোষ্য কোটা সুবিধা পুনর্বহাল প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এ প্রাতিষ্ঠানিক সুবিধা চালু রয়েছে, তবে কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তা থাকবে না। এটার মাধ্যমেই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য তৈরি করা হচ্ছে। আমরা কোন বৈষম্য চাই না আমাদের অধিকার পুনরায় চালুর দাবি জানাচ্ছি।
কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামীকাল (১৯ই আগস্ট) পূর্ণ দিবস পরীক্ষা ছাড়া সকল বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করবে।