স্টাফ রিপোর্টার : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নগরীর তেরখাদিয়ায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে তেরখাদিয়া মোড়ে আয়োজিত এ মাহফিলে মারিফুল কুরআন একাডেমির ছাত্র ছাড়াও আরও শতাধিক এলাকাবাসী অংশ নেন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন মারিফুল কুরআন একাডেমির পরিচালক হাফেজ মাওলান মোহাম্মদ রবিউল ইসলাম, মাওলানা মোঃ মেহেদী হাসান, রাজশাহী সিটি কর্পোরেশন ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উজ্জল আলী উক্ত মাহফিল সঞ্চালনা করেন মোঃ নাদিম।
আরো সহযোগিতায় ছিলেন মোতালেব, শামীম, মাসুম, রনি রাজু, আনাম, রিঙ্কুর, বাপ্পি, শিমুল আরিফ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, নবী করিম (সা.) ছিলেন বিশ্বের ত্রাণকর্তা। তিনি না এলে আমরা আজ মুসলিম বলে পরিচয় দিতে পারতাম না। আমরা তার জন্ম ও মৃত্যু দিনে এমন আয়োজন করতে পেরে সৌভাগ্যবান। মহান আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন।
আলোচনা শেষে নবী রাসূলের শানে দোয়া দরুদ ও মোনাজাত করা হয়। পৃথিবীর শুরু থেকে আগত নবী রাসূলসহ যত আওলিয়া এসেছেন, তাদের সবাইকে স্মরণ করা হয়।