DhakaSunday , 5 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তায়কোয়ানডোর গর্ব রাজশাহীর মারিনা আশরাফী

Link Copied!

স্টাফ রিপোর্টার : সম্প্রতি খুলনা বিভাগীয় ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উক্ত প্রতিযোগিতায় নড়াইল জেলার হয়ে স্বর্ণপদক অর্জন করেন তায়কোয়ানডোর গর্ব রাজশাহীর মারিন আশরাফী। বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এর আয়োজনে ৪ অক্টোবর ২০২৫ উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জানা যায়, মারিন আশরাফী বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে গত ১২ই সেপ্টেম্বর ২০২৫ইং রোজ শুক্রবার রাজশাহীতে অনুষ্ঠিত হয় বিভাগীয় তায়কোয়ানডো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ ২০২৫। উক্ত প্রতিযোগিতায় তিনি রাজশাহীর হয়ে অংশগ্রহণ করেন এবং স্বর্ণপদক অর্জন করেন।

রাজশাহীর গর্ব  মারিন আশরাফী বলেন, আলহামদুলিল্লাহ আমি ফাইটে স্বর্ণপদক  এবং পুমসে প্রতিযোগিতাতেও স্বর্ণপদক  অর্জন করেছি!এই দুটি স্বর্ণ শুধু পদক নয় — এটা প্রতিদিনের ঘাম, পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের প্রতিফলন।

প্রতিটি প্রতিযোগিতা আমার জীবনের নতুন এক অধ্যায়। কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল সত্যিই বিশেষ — এক ভিন্ন রকম অনুভূতি, এক নতুন সূচনা 

সব সময় আমি রাজশাহী বিভাগীয় তাইকোয়ানদো এসোসিয়েশনএর হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি — যে জেলা আমার তায়কোয়ানদো যাত্রার শুরু, আমার আত্মবিশ্বাসের ভিত্তি।
একই মঞ্চে দাঁড়িয়ে রাজশাহীর অভিজ্ঞতা আর নড়াইলের নতুন চেতনা — দুটো শক্তি একসাথে আমাকে আরও দৃঢ় করেছে। আমি লড়েছি নিজের সীমা ছাড়িয়ে, নিজের স্বপ্নের জন্য, নিজের দেশের জন্য।

আমি কৃতজ্ঞ আমার কোচ, টিমমেট, পরিবার,শুভাকাঙ্ক্ষী, আর যাঁরা সবসময় আমার পাশে থেকেছেন।এই সাফল্য শুধু আমার নয় — এটা রাজশাহীর গর্ব। 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।