DhakaMonday , 20 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূকে গুম-খুনের হুমকি, স্বামীসহ দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার : পবা উপজেলায় এক গৃহবধূকে গুম ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. মেঘলা (১৯) সোমবার (২০ অক্টোবর) দুপুরে পবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী নাহিদ হাসান (২৪) এবং তার সহযোগী মুস্তাকিম রহমান দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। যৌতুক হিসেবে স্বামী নাহিদ হাসান একটি YAMAHA R15 মোটরসাইকেল দাবি করেন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সেই দাবি পূরণ করতে না পারায় তিনি নির্যাতনের শিকার হন এবং একপর্যায়ে বাবার বাড়িতে ফিরে আসেন।
পরে তিনি যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। ওই মামলা করার পর থেকে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তার ও পরিবারের সদস্যদের নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে থাকে।
মেঘলা অভিযোগে আরও জানান, গত শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে তার মা ঘরের দরজার সামনে একটি চিঠি দেখতে পান। চিঠিতে অজ্ঞাতনামা ব্যক্তিরা আগামী ৭ নভেম্বরের মধ্যে তাকে গুম বা খুন করার হুমকি দিয়েছে। তিনি ধারণা করছেন, পূর্বের বিরোধের জের ধরে স্বামী ও তার সহযোগীরাই এই হুমকির সঙ্গে জড়িত।
ঘটনার পর থেকে মেঘলা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা পুলিশের কাছে দ্রুত তদন্ত ও আইনি সুরক্ষার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,“অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।