মোঃ জাকির হোসেন (বাবলু) দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুরে সৌদি বাদশা কর্তৃক প্রেরিত কোরবানির (দুম্বা) গোস্ত ( ৪১) টি মাদ্রাসা, এতিম খানা দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের পরিচালনায়, মাদ্রাসার তালিকা অনুযায়ী, প্রকৃত হকদারদের নিকট গোস্তগুলো বুঝিয়ে দেওয়াতে মাদ্রাসার শিক্ষক ও এতিম শিশুরা অনেক খুশি, আরো জানা যায় আগে কখনো, এভাবে সৌদি আরবের বাদশার পাঠানো গোস্ত তারা বুঝে পায়নি, সাধারণ জনগণ ( ইউএনও” র) এমন কাজের উপর ভূয়সী প্রশংসা করেন।
৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিতিতে ও সহযোগিতায় ( ৪১) মাদ্রাসা ও এতিম খানার ও অসহায় দু:স্থ জনসাধারণের মাঝে গোস্ত বিতরন করা হয়।
জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান ওস্তাদ (ইমাম) মোঃ জহুরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা থেকে (১২০) জন ছাত্র ছাত্রীর জন্য ১ কার্টুন দুম্বার গোস্ত সরবরাহ করা হয়েছে, গোস্ত গুলো আমরা সংরক্ষন করে রেখেছি, যা রান্না করে অসংখ্য এতিম ছাত্রদের খাওয়ানো হবে, এমন উদ্যোগের জন্য বাদশা সৌদি সরকার, বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান তিনি।
দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম. শামীম আহম্মেদ বলেন, সৌদি সরকারের পাঠানো দুম্বার গোস্ত উপজেলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন মাদ্রাসা এবং কিছু অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে, মাংস বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি, যেহেতু এগুলো ছিল ফ্রিজার জাত মাংস, তাই সংরক্ষণের সুযোগ ছিল না, পৌঁছানোর পরে দ্রুত মাদ্রাসা ও এতিমখানার দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, দুম্বার গোস্ত ( ৪১) টি মাদ্রাসা-এতিমখানা এবং উপস্থিত কিছু অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে, গোস্ত পচনশীল দ্রব্য, সংরক্ষণের ব্যবস্থা না থাকায়, যে সকল মাদ্রাসা ও এতিমখানা আমাদের তালিকায় আছে, তাদের মাঝে বিতরণ করা হয়েছে।
