DhakaSaturday , 8 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী দুর্গাপুরে (৪১) মাদ্রাসা, দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে (দুম্বার) গোস্ত  বিতরণ

Link Copied!

মোঃ জাকির হোসেন (বাবলু)  দুর্গাপুর প্রতিনিধিঃ  রাজশাহীর দুর্গাপুরে  সৌদি বাদশা কর্তৃক প্রেরিত কোরবানির (দুম্বা) গোস্ত ( ৪১) টি মাদ্রাসা, এতিম খানা দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের পরিচালনায়,  মাদ্রাসার  তালিকা অনুযায়ী, প্রকৃত হকদারদের নিকট গোস্তগুলো বুঝিয়ে দেওয়াতে মাদ্রাসার শিক্ষক ও এতিম শিশুরা অনেক খুশি, আরো জানা যায় আগে কখনো, এভাবে  সৌদি আরবের বাদশার পাঠানো  গোস্ত তারা বুঝে পায়নি, সাধারণ জনগণ  ( ইউএনও” র) এমন কাজের উপর ভূয়সী প্রশংসা করেন।

৫ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক গোস্ত বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিতিতে ও সহযোগিতায় ( ৪১) মাদ্রাসা ও এতিম খানার ও অসহায় দু:স্থ জনসাধারণের মাঝে গোস্ত  বিতরন করা হয়।

জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রধান ওস্তাদ (ইমাম) মোঃ জহুরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলা থেকে (১২০) জন ছাত্র ছাত্রীর জন্য ১ কার্টুন দুম্বার গোস্ত  সরবরাহ করা হয়েছে, গোস্ত  গুলো আমরা সংরক্ষন করে রেখেছি, যা রান্না করে অসংখ্য এতিম ছাত্রদের খাওয়ানো হবে, এমন উদ্যোগের জন্য বাদশা সৌদি সরকার, বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানান তিনি।

দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এস.এম. শামীম আহম্মেদ বলেন, সৌদি সরকারের পাঠানো দুম্বার গোস্ত  উপজেলায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিভিন্ন মাদ্রাসা এবং কিছু অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে, মাংস বিতরণে কোনো ধরনের অনিয়ম হয়নি, যেহেতু এগুলো ছিল ফ্রিজার জাত মাংস, তাই সংরক্ষণের সুযোগ ছিল না, পৌঁছানোর পরে দ্রুত   মাদ্রাসা ও এতিমখানার দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন জানান, দুম্বার গোস্ত ( ৪১) টি মাদ্রাসা-এতিমখানা এবং উপস্থিত কিছু অসহায়-দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে, গোস্ত পচনশীল দ্রব্য, সংরক্ষণের ব্যবস্থা না থাকায়, যে সকল  মাদ্রাসা ও এতিমখানা আমাদের তালিকায় আছে, তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।