বাংলার সকাল ডেস্ক: অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল২৩ বছরের টেনিস ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন কিংবদন্তি তারকা রাফায়েল নাদাল। এই ২৩ বছরে ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, এর মধ্যে সবচেয়ে বেশি ১৪টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেনে। ক্যারিয়ারে সব মিলিয়ে নাদাল জিতেছেন ৯২টি শিরোপা। রজার ফেদেরার, অ্যান্ডি মারের পর রাফায়েল নাদাল। টেনিসকে বিদায় জানালেন ফ্যাব ফোরের আরও এক জন। যিনি তারকা নন, মহাতারকা।
বিদায় বেলায় রাফায়েল নাদাল বললেন, আগামী মাসে মালাগায় স্পেনের হয়ে শেষবার ডেভিস কাপের ফাইনাল খেলতে নামবেন তিনি। ওই ম্যাচ দিয়েই ২২টি গ্র্যান্ড স্লাম জয়ী ৩৮ বছর বয়সী তারকা টেনিস কোর্টকে বিদায় বলবেন।
ইনজুরির কারণে ২০২৩ মৌসুমের অধিকাংশ সময় কোর্টের বাইরে ছিলেন তিনি। এটাই তার শেষ মৌসুম হতে যাচ্ছে বলেও ঘোষণা দেন। অবসর বার্তায় এই স্প্যানিশ তারকা জানিয়েছেন, সীমাবদ্ধতা নিয়ে তিনি খেলে যেতে পারবেন না।
এক ভিডিও বার্তায় বৃহস্পতিবার নাদাল বলেন, ‘আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি, এটা জানাতেই এসেছি। বাস্তবতা হচ্ছে, বছর দুইটা খুব কঠিন যাচ্ছে। আমার মনে হয় না, সীমাবন্ধতা ছাড়া খেলতে পেরেছি। আমি উচ্ছ্বসিত। কারণ আমার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে ডেভিস কাপের ফাইনাল, যেখানে আমি দেশের প্রতিনিধিত্ব করবো।’
অবসরের ঘোষণার শেষ দিকে নাদাল ধন্যবাদ জানিয়েছেন তার ক্যারিয়ারে যারা প্রেরণা জুগিয়ে গেছেন তাদের। নাদাল বলেছেন, ‘আমি যা পেয়েছি, এর জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমি পুরো টেনিস ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাতে চাই। এই খেলার সঙ্গে সম্পৃক্ত সব মানুষ, আমার সহ-খেলোয়াড়, বিশেষ করে আমার তীব্র প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ জানাই। আমি আমার ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।’
উল্লেখ্য, ‘কিং অব ক্লে’ নাদাল রেকর্ড ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, রোলাঁ গাঁরোতে ১১৬টি বড় ম্যাচের ১১২টি জিতেছেন তিনি। এই টুর্নামেন্টে তার চেয়ে বেশি কেউই একক গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। এছাড়া চারবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন দুইবার করে। অলিম্পিক একক ও দ্বৈতে স্বর্ণ জিতেছেন তিনি। স্পেনকে চারটি ডেভিড কাপ শিরোপা জিতিয়েছেন, সবশেষ ২০১৯ সালে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।