DhakaTuesday , 28 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এইচটিআই কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র উপহার

Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)। মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ বেলা ৩:০০ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মােঃ আবুল হায়াত উপস্থিত ছিলেন।

এছাড়া কর্মসূচিতে এইচটিআই এর উপদেষ্টা পরিষদের সদস্য আলিফ, উজ্জ্বল এবং সংগঠনের সদস সুরাইয়া আক্তার, ফারিয়া খানম, কোহিনুর আক্তার, সৈকত, আশিক মাহমুদ, আসিফ, শাওন আক্তার, মাহিম, আব্দুল্লাহ আল সাইফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলার কান্তপাশা, ঈদলপুর, বেলডাঙ্গা, সাহানাপাড়া সহ কয়েকটি গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় উপকারভোগীরা এইচটিআই এর প্রতি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।