রায়হান ইসলাম : নানান জাতের রঙিন মাছ চাষ করে সফলতা পেয়েছেন রাজশাহীর তরুণ উদ্দোক্তা প্রতিক হাসান । মাত্র দুই হাজার টাকা নিয়ে শখের বশে শুরু করেন এ মাছ চাষ। বর্তমানে তার প্রতিমাসে আয় হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
সফল উদ্দোক্তা প্রতিক হাসান বলেন, আমি একজন শিক্ষার্থী। ৫ বছর আগে ইউটিউব দেখে প্রথমে শখের বসে শুরু করি রঙিন মাছ চাষ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমাকে । বিভিন্ন জেলা থেকে আমার এখানে মাছ কিনতে আসে সৌখিন মাছ চাষিরা। বর্তমানে প্রতিমাসে আমার রঙিন মাছের হ্যাচারি থেকে দুই থেকে থেকে আড়ই লক্ষ টাকার মাছ বিক্রি হয় । সব খরচ বাদ দিয়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ হয়। এছাড়া বাণিজ্যিকভাবে মাছ ও পোনা উৎপাদন করে তা জেলার বিভিন্ন অ্যাকুরিয়ামের দোকানে সরবরাহ করে থাকি। প্রতিক হাসানের হ্যাচারিতে রয়েছে গাপ্পি, ব্লাক মোর, ফাইটার, এনজেল, কমেট,,জেবরা, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, সিল্কি কই, মলি ও গাপটিসহ প্রায় ২০ প্রজাতির রঙিন মাছ।
তার খামারে মাছ কিনতে আসা বেশ কয়েকজন ক্রেতা বলেন, আমরা প্রতিক হাসানের মাছ চাষে সফলতা দেখে উদ্যোগী হয়েছি আমরাও মাছ চাষ করে সাবলম্বী হতে চায়।
রাজশাহী বিভাগীয় মৎস অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দিন জানান,রাজশাহীর জেলার পবা ও চারঘাট এই দুই উপজেলায় সবচেয়ে বেশি বিদেশি জাতের রঙিন মাছ চাষ হচ্ছে। প্রায় ১৪ জন উদ্যোক্তা রয়েছে । ইতোমধ্যে এ মাছ চাষে সফলও হয়েছেন অনেকে। আর ক্রমশ বাড়ছে এ মাছ চাষের প্রবনতা। নতুন উদ্দোক্তা তৈরিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।