বাংলার সকাল ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশি ভারত ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ঘ হয়েছে। যদিও মার্কিন মধ্যস্থতায় শেষমেষ যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, দুদেশেই এখন পর্যন্ত যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে।এমন পরিস্থিতে পাকিস্তানের গুপ্তচর সন্দেহে মোট ১১ জনকে গ্রেফতার করেছে ভারত। স্থানীয় পুলিশের বরাতে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ১১ জনকে গ্রেফতারের খবর জানিয়েছে। যাদের মধ্যে একজন ছাত্র, একজন নিরাপত্তারক্ষী এবং একজন ব্যবসায়ী রয়েছেন।
ইন্ডিয়া টুডে জানায়, ‘গ্রেফতার করা ভারতীয় ব্যক্তিদের সোশ্যাল মিডিয়া, আর্থিক প্রণোদনা, মিথ্যা প্রতিশ্রুতি, মেসেজিং অ্যাপ এবং পাকিস্তানে ব্যক্তিগত ভ্রমণের মাধ্যমে গুপ্তচর নেটওয়ার্কে প্রলুব্ধ করা হয়েছিল’।স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (১৯ মে) দেশটির হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশ থেকে নয়জনকে ‘গুপ্তচর’ সন্দেহে গ্রেফতার করা হয়েছে।পাঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব বলেছেন, ‘গত ৬ ও ৭ মে রাতে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের হামলার সময়ে নয়াদিল্লির স্পর্শকাতর সামরিক তথ্য ইসলামাবাদের কাছে ফাঁসের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।’
তিনি বলেন, ‘পুলিশ বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তি প্রাথমিক তদন্ত চালায় এবং এতে দেখা যায়- তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর পরিচালনকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রেরণ করেছিল।’অন্যদিকে হরিয়ানায় পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে একই অভিযোগে এক ভ্রমণ ব্লগারকে গ্রেফতার করেছে।স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, অভিযুক্ত নারী কমপক্ষে দুবার পাকিস্তান ভ্রমণ করেছিলেন এবং দেশটির দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।