DhakaSaturday , 24 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি নির্বাচনের রোডম্যাপ চাইল

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে দেওয়া হলে রাজনৈতিক দলগুলো স্বস্তি পাবে।এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার পক্ষে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের একটি তালিকার বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, যে তালিকা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সেটি আরও আগে প্রকাশ করা উচিত ছিল। আরও আগে প্রকাশ করা হলে টি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য আসত না।তিনি আরও বলেন, এর আগেও রাজনীতির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্কের ঘটনা ঘটেছে। ওয়ান-ইলেভেনর মতো ঘটনা দেখেছি আমরা। এগুলো ভালো ফল বয়ে আনেনি। ফলে যার যেই কাজ সেটি করাই উচিত।

নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দুই ছাত্র উপদেষ্টা সরকারে গিয়েছিলেন। আমিও ছিলাম তাদের সঙ্গে। তবে তারা যদি রাজনীতি করতে চায় অথবা নির্বাচন করতে চায় তাহলে সরকারে থেকে তা পারবেন না।তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।