DhakaMonday , 26 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

গোয়েন্দা সংস্থার এজেন্ট! গুজব নিয়ে বাঁধন মুখ খুললেন

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে ঘিরে সম্প্রতি ছড়িয়েছে নানা গুজব—তিনি নাকি কোনো না কোনো দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট! কখনও ভারতের ‘র’, কখনও যুক্তরাষ্ট্রের ‘সিআইএ’, আবার কখনও ইসরায়েলের ‘মোসাদ’—এসব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত এই অভিনেত্রী।

রোববার রাতে এক ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, “কী মর্মান্তিকভাবে নষ্ট হলো এক ঐতিহাসিক সুযোগ! আমি স্বপ্ন দেখেছিলাম একটি ভালো, ন্যায়ের ওপর গড়া দেশ। কিন্তু সেই স্বপ্ন এখন চূর্ণবিচূর্ণ।”
প্রথমবার বাংলাদেশি সিনেমা কানে পুরস্কৃত, যা বললেন শাকিব খান

তিনি জানান, ২০২১ সালে বলিউডে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ সিনেমায় অভিনেত্রী টাবুর সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। তখন গুজব ওঠে তিনি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট। কিন্তু পরবর্তীতে বলিউড যাত্রা বাধাগ্রস্ত হয় ভিসা জটিলতার কারণে। “ভারতীয় হাইকমিশন পাঁচবার আমার ভিসা প্রত্যাখ্যান করেছিল,” বলেন বাঁধন। পরে উচ্চপদস্থ একজন বন্ধুর সহায়তায় এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পান তিনি।

বাঁধনের দাবি, দুটি নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি জানতে পারেন, একজন প্রভাবশালী অভিনেত্রী তার বলিউড যাত্রা ব্যাহত করার পেছনে জড়িত থাকতে পারেন।

ফেসবুক পোস্টে বাঁধন আরও লেখেন, “জুলাই বিদ্রোহের সময় বলা হলো আমি সিআইএ এজেন্ট, কারণ ঐতিহাসিক এক ঘটনার পাশে ছিলাম। এরপর বলা হলো জামায়াত এজেন্ট—শুধু একজন নেতার ভিডিও শেয়ার করায়। এখন আবার বলা হচ্ছে আমি ‘মোসাদ’-এর হয়ে কাজ করছি। আর গতরাতেই শুনলাম, আমি আবার ‘র’ এজেন্ট হয়ে গেছি!”

এসব গুজবের প্রেক্ষিতে সরকারের ঘনিষ্ঠ এক বন্ধুও তাকে প্রশ্ন করেন, “টাকা খাইছো?”—এমন মন্তব্য করেই বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রী।

সবশেষে বাঁধন বলেন, “কি এক সমাজে আমরা বাস করি! যারা নিঃশর্তভাবে নিজের দেশকে ভালোবাসে না, তারা ভাবে অন্য কেউও সেটা করে না।”

বাঁধন জানান, এসব কারণে তিনি বলিউড ও কলকাতার অনেক বড় সুযোগ হারিয়েছেন। তবুও তিনি আশাবাদী, “আমি এখনও অপেক্ষা করছি, আমার যাত্রা এখানেই শেষ নয়।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।