বাংলার সকাল ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইনের সময় ৪ রাউন্ড গুলি ছুড়েছে। মঙ্গলবার (২৭ মে) ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৭-এর ১ সাব এলাকায় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন কাকরিপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেন। বিজিবি তাদের সীমান্তের শূন্যরেখায় নিয়ে গেলে, বিএসএফের সদস্যরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৪ রাউন্ড গুলিবর্ষণ করে।
গুলির ঘটনায় বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।