স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র আয়োজনে এবং পলিমাটি’র অপর চারটি ভাতৃপ্রতিম সংগঠন-হ্যান্ডস টুগেদার ইনেশিয়েটিভ (এইচটিআই), রেড রিভার ক্রু (আরআরসি), দ্যা ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাব এর সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ২৭ মে ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার শাহাদাত হোসেন,তর্কশালা ডিবেটিং ক্লাবের সভাপতি ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা নৃত্য, কবিতা ও গানের মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করেন। পলিমাটি ও পলিমাটির ভাতৃপ্রতিম ৪টি সংগঠনের প্রায় ২ শতাধিক সদস্যের পাশাপাশি আমন্ত্রিত দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।