DhakaFriday , 20 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা

রোহিঙ্গা সংকটে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে আহ্বান তারেক রহমানের

Link Copied!

বাংলার সকাল ডেস্ক : বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিয়ানমারের ওপর টেকসই আন্তর্জাতিক চাপ সৃষ্টি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।শুক্রবার (২০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “আজ বিশ্ব শরণার্থী দিবস। আমরা বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত কোটি মানুষের সঙ্গে সংহতি জানাচ্ছি। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বৈশ্বিক সংকট নয়—এটি আমাদের দৈনন্দিন বাস্তবতা।”
তিনি লেখেন, “কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গার আশ্রয় দেওয়ার মাধ্যমে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করে চলেছে। তবে এই সংকট এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে, যার বোঝা দিনকে দিন আরও অসহনীয় হয়ে উঠছে।”

তারেক রহমান বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই—রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে হবে এবং মিয়ানমারের ওপর টেকসই আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কেও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যাতে এই দীর্ঘমেয়াদি সংকটের টেকসই সমাধান সম্ভব হয়।”

বিবৃতির শেষে তিনি লেখেন, “আসুন, শান্তিপূর্ণ ও ন্যায়ের ভিত্তিতে একটি টেকসই ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার দৃঢ় করি—যাতে একজন শরণার্থীও তার ঘরে ফেরার আশায় পিছিয়ে না পড়ে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।