ষ্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর টিকাপাড়া খুলিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২টা ৩০ থেকে রাত ৯টা পর্যন্ত সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন ফজলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কথিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলু, তার ছেলে মো. জিম ইসলাম ও সহযোগী মো. মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রেসক্লাব দখলের অভিযোগে নগরীর বোয়ালিয়া থানায় মামলা আছে। সিয়াম ইসলাম রাজ নামের এক যুবক ওই মামলার বাদী। অভিযান শেষে তাদের বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।
এদিকে জুলুকে আটক হওয়ার খবরে উত্তাল হয়ে ওঠে জনতা ও নির্যাতিতরা। তারা প্রেসক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।
উল্লেখ, মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার এজাহারনামী ২৯৪ নং আসামী এই নজরুল ইসলাম জুলু। জুলুর আটকে এলাকায় মিষ্টি বিতরণসহ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায় স্থানীয়রা।