ষ্টাফ রিপোর্টার : গাজীপুরে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে দেশব্যাপি সাংবাদিকদের উপর নির্যাতন, খুন ও গুম অব্যাহত রয়েছে। নির্যাতন, খুন ও গুম এর প্রতিবাদে এবং সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত শাস্তি, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবীতে আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী সিটি প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে রাজশাহীতে সাংবাদিকতা পেশায় জড়িত সাংবাদিকদের এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বৃষ্টি উপেক্ষাকরে মানববন্ধনে অংশগ্রহণ করে। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিত্য চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক সংস্থার বিভাগীয় কমিটির সদস্য সরকার শরিফুল ইসলাম ও আমিনুল ইসলাম বনি, জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি। এছাড়া বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় জেলা ও মহানগর এবং রাজশাহী সিটি প্রেস ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে তুহিন হত্যায় আটককৃত আসামিদের অতি দ্রুত বিচার করার জন্য দাবি জানানো হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম বলেন, অতীতে সাংবাদিকরা নিযার্তিত হয়েছে,এখনও হচ্ছে।বর্তমানে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার অবস্থান করছে এই সময় সাংবাদিকের উপর হামলা এটি বড়ই জঘন্য এবং নিশংস। পেশাগত কারণে কোন সাংবাদিকের উপর নিযার্তন ও হামলা করা চলবে না এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য সাংবাদিক সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহবান জানান । সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তিসহ সাংবাদিক নিপীড়ন,নিযার্তন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এ মানববন্ধনে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।