দুর্গাপুর প্রতিনিধি :রাজশাহীর দুর্গাপুরে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
১২ আগস্ট (মঙ্গলবার) সকালে বর্ণাঢ্য র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও যুব সংগঠনকে নিবন্ধন সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণ ব্যাচ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দুরুল হোদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাবরিনা শারমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, আ.ন .ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা, মেহেদী হাসান, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব, মোহাইমেনুল হক রেন্টু উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলাম, উদ্যোক্তা আব্দুর রহিম
সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবরা’ই দেশের প্রাণশক্তি। এদের উপর দেশের অনেক কিছু নির্ভর করে। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব।