DhakaThursday , 14 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ই-পেপার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. ধর্ম
  9. ফিচার
  10. বিনোদন
  11. ব্যবসা-বাণিজ্য
  12. মহিলা অঙ্গন
  13. রাজনীতি
  14. রাজশাহী
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে বিএসএফ’র পুশইন

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। বুধবার দিবাগত রাত ৪টা থেকে ৫টার মধ্যে ওই সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৬’র সাব পিলার ২ এর কাছ দিয়ে ভারতের ১১৯ ব্যাটালিয়নের কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা তাদের পুশইন করে। পরে চাঁনশিকারী বিওপির টহলদল তাদের বালাদেশের অভ্যন্তরে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি’র অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাাবাদে জানা গেছে, তারা যশোর, টাংগাইল, কুমিল্লা, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, রাজশাহী, ময়মনসিংহ ও ঠাকুরগাওঁ জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন কাজের সন্ধানে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশ কর্তৃক বিভিন্ন সময় আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে পুলিশ তাদেরকে ভারতের ১১৯ ব্যাটালিয়নের বিএসএফ’র নিকট হস্তান্তর করে। পরবর্তীতে কাঞ্চান্টার বিএসএফ সদস্যরা তাদের আজ ভোরে বালাদেশে পুশইন করে। বিজিবি আরও জানায়, আটককৃত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

এর আগে চলতি বছর গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে ১৭ জন; ৩ জুন চাঁনশিকারী সীমান্ত দিয়ে ৮ জন এবং গত ১৮ জুন মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।