দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহী দূর্গাপুর উপজেলার ভিন্ন এলাকায় টানা তিন দিনের বৃষ্টি ও ঝড়ো হাওয়াতে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা কৃষি অফিসা সাহানা পারভিন লাবনী, এছাড়াও পরামর্শ দিচ্ছেন দূর্গাপুর উপজেলা কৃষি সম্প্রচার অধিদপ্তরের সকল কর্মকর্তাগণ, মাঠে কৃষকের সকল ক্ষয়ক্ষতির দেখছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলায় বিভিন্ন এলাকায় অসময়ে রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারনে রোপা আমন ধান, পানবরজ, পেঁয়াজ খেতের ব্যাপক ক্ষতি হয়েছে, পোল্ট্রি খামারে বৃষ্টির পানি জমে ডুবে মারা গেছে দেড় হাজার মুরগির বাচ্চা, এদিকে,পানবরজ গুলো তিন ভাগের দুই ভাগই বৃষ্টি এবং ঝড়ে পড়ে নষ্ট হয়ে গেছে,
ক্ষতিগ্রস্ত অনেক কৃষকরা বলেন, সরকার যদি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখে তাহলে আমরা এই ক্ষতি পূরণ করে স্বাবলম্বী হতে পারব, আর যদি সরকার আমাদের প্রতি সহানুভূতি না দেখায় এবং সার, বীজ ও ওষুধের দাম না কমায় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হবো, আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন,
এ বিষয়ে দূর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী বলেন, মোট ধানের জমির ৬% (প্রায় ৩০ হেক্টর) আক্রান্ত হয়েছে, সবজি ২০ হেক্টর এবং পান প্রায় ৫ হেক্টর আক্রান্ত হয়েছে, এছাড়াও উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।
